শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর উত্তরাঞ্চলে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কনকনে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। এই তীব্র শীতে গরমের উষ্ণতা দিতে খেটে খাওয়া দিন মজুর ও শীতার্ত মানুষের মাঝে কাঁকনহাট পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই লক্ষ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় পৌরসভা চত্বরে শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন কাঁকন হাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুল ইসলাম।
এসময় তিনি জানান,‘এই অঞ্চলের হঠাৎ করেই ঘন কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে। তীব্র শীতে গরমের উষ্ণতা দিতে খেটে খাওয়া দিন মজুর ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এসব শীতার্ত অসহায় মানুষ যাতে শীতে কষ্ট না করে, সেই জন্য পৌরসভার পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
এই কনকনে শীতে কম্বল পেয়ে পৌরসভার শীতার্ত মানুষ তাদের কষ্টের কথা তুলে ধরেন। কম্বল পেয়ে পৌর এলাকার পাঁচগাছিয়া এলাকার আমেজান বিবি জানান,‘প্রচন্ড শীতের ঠ্যালায় খুব কষ্টে আছিনু। তাও একটা কম্বলও কেউ দেয়নি। আইজ একটা কম্বল পাইয়্যাছি। এটাতেই হামার শীত চলি যাবে।’
কাঁকনহাট পাড়ার পুতুল রানী জানান,‘কুনো মতে ছোট্ট একটা বেড়ার ঘরে থাকি। হামার চেয়ে অসহায় মানুষ এই এলাকায় আর কেউ নেই। কয়দিন থেকে হাড় কাঁপানো শীতে খুব কষ্টে আছিনু। কিন্তু আইজ একটা কম্বল পাইছি। এখন আর শীতের রাতে ঘুমাতে কষ্ট হবে না।’
পৌরসভার কাদিপুর এলাকার মনিরুল জামান মবিন জানান, টাকার অভাবে কম্বল কিনতে পারিনি। তাই কনকনে এই শীতে খুব কষ্টে আছিলাম। কম্বল পেয়ে হামার অনেক উপকার হলো।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, কাঁকনহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনিসুজ্জামান।