রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষে মতবিনিময় সভা করেছে বোয়ালিয়া থানা পশ্চিমের নেতৃবৃন্দ। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর উপশহর সরকারি কামারুজ্জামান ডিগ্রি কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা পশ্চিমের সভাপতি আবদুস সালাম। সভায় অতিথি থেকে বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, শ্রম সম্পাদক আবদুস সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রেজা ফেন্সি, মহানগর কমিটির সদস্য মোখলেসুর রহমান কচি, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোমিন। সভা পরিচালনা করেন, বোয়ালিয়া থানা পশ্চিমের সাধারণ সম্পাদক শামসুজ্জোমান রতন।