রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
কাঁটাখালী পৌরসভা জাতীয়তাবাদী দল (বিএনপি) মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে জিয়াউর রহমান জিয়াকে সভাপতি ও আবুল কালাম ইদুকে এক নম্বর সহসভাপতি এবং মোস্তাক হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ঠ (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার জেলা বিএনপি এ আংশিক কমিটিকে অনুমোদন প্রদান করেছে বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সহসভাপতি করা হয়েছে যথাক্রমে-সাজ্জাদ হোসেন, ইকবাল হোসেন ও মনিরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে- আকুল হোসেন মিঠু, আদর আলীকে, সাংগঠনিক সম্পাদক করা হয়েছে যথাক্রমে-তাইজুল ইসলাম ও নাজমুল হককে, সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে যথাক্রমে- আব্দুর রাজ্জাক ও শরিফুল ইসলামকে এবং সাধারণ সদস্য করা হয়েছে যথাক্রমে – মুন্তাজ আলী, সারওয়ার হোসেন, নূরুল ইসলাম, আব্দুল খালেক রাহেনুল ইসলাম ও সিমা খাতুন কে।