কাটা পায়ে কেরামতি

আপডেট: জানুয়ারি ১৬, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



যুক্তরাষ্ট্রের ওকলাহোমার মেয়ে ক্রিস্টি লোয়ালের ডান পায়ে বিরল ধরণের ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসকেরা সেটি কেটে ফেলেন।
পঁচিশ বছর বয়সী হতবিহ্বল ক্রিস্টি ডাক্তারদের বলেছিলেন, তার কাটা পায়ের পাতাটি তাকে ফেরত দিতে। অবাক হলেও একটি ‘বায়োহ্যাজার্ড’ ব্যাগে করে সেটি ক্রিস্টিকে দিয়ে দেন চিকিৎসক দলটি। এরপর, সেটি পরিষ্কার করার পর যখন সেটি একটি সাদা কঙ্কাল টুকরোতে পরিণত হল, ক্রিস্টি সেটি নিয়ে ছবি তুলতে শুরু করেন।
তার ভাষায় “আমার অত পয়সা নেই, বা শারীরিক সামর্থ্যও নেই। ফলে যখনই নতুন বা ভিন্ন কোন আইডিয়া মাথায় আসে, সে অনুযায়ী ‘পা’টি বের করে একটি ছবি তুলে ফেলি।” সাধারণত পিঠ-ব্যাগে করে সারাক্ষণই নিজের কাটা পা’টি সাথে নিয়ে ঘোরেন ক্রিস্টি।
এখনো ক্যান্সার পুরোপুরি চলে যায়নি তার শরীর থেকে, ফলে প্রতি তিনমাস অন্তর তাকে চেকআপ চালিয়ে যেতে হয়।
ক্রিস্টি বলছেন, রোগাক্রান্ত শরীর নিয়ে সারাক্ষণ মনমরা হয়ে না থেকে বরং একটু হাসিখুশি থাকা আর নিজের অবস্থা নিয়ে তামাশা করে তিনি তার হতাশা ভুলে থাকেন।- বিবিসি বাংলা

এ বিভাগের অন্যান্য সংবাদ