কানসাট ক্লাবে ফাইনাল খেলায় কানসাট ক্লাব বিজয়ী

আপডেট: জানুয়ারি ৮, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি


ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কানসাট ক্লাবের আয়োজনে কানসাট রাজবাড়ী মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলাই কানসাট ক্লাবের সভাপতি মো.শহিদুল হক হায়দারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মো. সেফাউল মূল্ক চেয়ারম্যান কানসাট ইউনিয়ন পরিষদ,মো. মাহমুদুল হক হায়দারী চেয়ারম্যান মোবারকপুর ইউনিয়ন পরিষদ,মো.রবিউল ইসলাম চেয়ারম্যান শ্যামপুর ইউনিয়ন পরিষদ,মো.মাসুম রানা টমাস সাবেক সভাপতি কানসাট ইউনিয়ন বিএনপি। খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে রেইন গ্রুপ জয়পুরহাটকে হারিয়ে কানসাট ক্লাব জয় লাভ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ