কানসাট সোলেমান ডিগ্রি কলেজে শিক্ষকদের বিদায় ও সম্মাননা প্রদান

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও অবসরোত্তর এবং মরণোত্তর শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মামুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলক, শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ও কলেজের সাবেক সভাপতি সফিকুল ইসলাম প্রমূখ।

এছাড়া শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে কলেজের সদ্য অবসরপ্রাপ্ত ৬ শিক্ষক, অবসরোত্তর ২৬ ও মরণোত্তর ৬ শিক্ষকদের হাতে সম্মাননা এবং উপহারসামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version