মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :কানাডার রাজধানী অটোয়ায় চার শিশুসন্তান ও মাসহ ছয় শ্রীলঙ্কান ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার (৭ মার্চ) এ হত্যাকাণ্ডের কথা জানায়। খবর রয়টার্সের।
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছুরি হামলার ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এমন ঘটনায় তিনি আতঙ্কিত। ওই শিশুসন্তানদের বাবা হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় ১৯ বছর বয়সী শ্রীলঙ্কান এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। তার নাম ফেব্রিও ডি-জয়সা। তার বিরুদ্ধে ৬ জনকে হত্যা এবং একজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, ডি জয়সা ওই পরিবারে পরিচিত ছিলেন এবং তাদের বাড়িতেই থাকছিলেন।
নিহতদের মধ্যে ৩৫ বছর বয়সী এক নারী রয়েছেন। নিহত ৪ সন্তানের বয়স যথাক্রমে- ৭ বছর, ৪ বছর, ২ বছর ও ২ মাস। ওই পরিবারের পরিচিত ৪০ বছর বয়সী এক জন নিহত হয়েছেন।
অটোয়া পুলিশের প্রধান এরিক স্টাব এক সংবাদ সম্মেলনে বলেছেন, সম্পূর্ণ নিরীহদের সঙ্গে এ ঘটনা ঘটেছে
তথ্যসূত্র: বাংলানিউজ