কানের রেড কার্পেটে হাঁটতে গিয়ে বার বার হোচট! ‘নিজের পোশাকটাও সামলাতে পারেন না’ খোঁচা ঐশ্বর্যকে

আপডেট: মে ১৯, ২০২৩, ৫:২২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


কান চলচ্চিত্র উৎসবে বলিউডের তারকারা কে কোন পোশাক পরছেন , তা নিয়ে বিস্তর আলোচনা চলে। তারকারাও একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নানারকম এক্সপেরিমেন্ট করে যান নিজেদের পোশাক-আশাকে। ঠিক যেমন এবারের কান চলচ্চিত্র উৎসবে ইতোমধ্যেই হইচই ফেলে দিয়েছেন সারা আলি খান, এষা গুপ্তা, উবর্শী রাউতেলার মতো বলি তারকারা। তবে সবার নজর কিন্তু একজনের দিকেই আটকে ছিল। আর তিনি হলেন জুনিয়ার বচ্চন ঘরনি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।

কান চলচ্চিত্র উৎসবে প্রৎেয়কবারই চমক দেন ঐশ্বর্য। কখনও বার্বি গাউনে, তো কখনও বেগুনি লিপস্টির পরে গোটা ক্যামেরার নজর কেড়ে নেন তিনি। বিতর্কের মুখেও পড়েন। এবারও তার ব্যতিক্রম হল না। রুপোলি রঙের হুডি দেওয়া ওভার সাইজড গাউন পরে একদিকে যেমন নজর কাড়লেন ঐশ্বর্য, তেমনি তাঁকে শুনতে হল কটাক্ষ।

বৃহস্পতিবার ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়েল অফ ডেস্টিনি’ ছবির স্ক্রিনিংয়ে হাজির ছিলেন ঐশ্বর্য। সেই ছবির রেড কার্পেটে কালো- রুপোলি রঙের হুডেড গাউনে দেখা গেল ঐশ্বর্যকে। আর ঐশ্বর্যের এই পোশাক দেখেই কটাক্ষ শুরু হল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলে উঠলেন হিজাব পরেছেন নাকি! তবে আরও বেশি ট্রোল হওয়া শুরু হল, ঐশ্বর্য যখন হাঁটতে গিয়ে পোশাক সামলাতে নাজেহাল হয়ে পড়লেন। ঐশ্বর্যর পোশাক সামলাতে এগিয়ে এলেন দুজন ব্যক্তি। পোশাক নিয়ে যে ল্যাজে গোবরে ঐশ্বর্য, তা কিন্তু বোঝাই গিয়েছে ছবি দেখে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন