আ’লীগ নেতা পিন্টুর সুস্থতা কামনায় দোয়া

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক
আহ্সানুল হক পিন্টুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আহসানুল হক পিন্টু অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় কুমারপাড়াস্থ আওয়ামী লীগের মহানগর কার্যালয়ে সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেল্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবু, সদস্য মোখলেশুর রহমান কচি, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মোমিন, শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ-সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ