বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
মোস্তারী জাহান লাভলী:
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মো. শফি কামাল মিন্টু। বুধবার (১০ জুলাই) বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কামারগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক ও মাসুদ করিম তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মো. সুফি কামাল। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান।
এসময় তানোর উপজেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান জানান, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্য আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মোসলেম উদ্দিন প্রামানিক ও মাসুদ করিম তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে কামারগাঁ ইউপি’র উপনির্বাচনে চেয়ারম্যান পদে শফি কামাল মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, কামারগাঁ ইউপির নির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুন্য হওয়ায় এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ, এমটিএন প্রেস ক্লাবের সম্পাদিকা মোস্তারী জাহান লাভলী প্রমুখ।