সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
নগরীতে অনূর্ধ্ব-১৪ কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তানভীরের হ্যাটট্রিকে বিশাল জয় পেয়েছে ৭ নম্বর ওয়ার্ড দল। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৭ নম্বর ওয়ার্ড দল ৬-০ গোলের বড় ব্যবধানে ১৪ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করেছে। এই ম্যাচে বিজয়ী দলের হয়ে একাই তিনটি গোল করেছেন তানভীর হোসেন। এছাড়াও একটি করে গোল করেছেন মোস্তাকিন, দূর্জয় ও দিশ। এই ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করায় তানভীরকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার টুর্নামেন্টের খেলা বন্ধ থাকবে। এরপর থেকে দিনে দুইটি করে ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।