কামারুজ্জামান স্মৃতি ফুটবলে ২ ও ৩০ নম্বর ওয়ার্ড দল জয়ী

আপডেট: নভেম্বর ২৭, ২০১৬, ১১:১২ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



দুই দিন বিরতির পর আবার নগরীতে শুরু হয়েছে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আসর। গতকাল রোববার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দিনের প্রথম খেলায় ২ নম্বর ওয়ার্ড দল ১-০ গোলে ২৩ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করেছে।এই ম্যাচে একমাত্র গোলটি করেন রতন। তার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন সাবেক খেলোয়াড় রাশেদুল হাসান শামীম। এসময় উপস্থিত ছিলেন আরেক সাবেক খেলোয়াড় মামনুর রশীদ বাচ্চু। পরের ম্যাচে টাইব্রেকারে ৩০ নম্বর ওয়ার্ড দল ২-০ গোলে ২৫ নম্বর ওয়ার্ড দলকে হারিয়েছে। এরআগে নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র ছিল। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন।

এ বিভাগের অন্যান্য সংবাদ