মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
নগরীতে শহিদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ২৮ ও ১২ নম্বর ওয়ার্ড দল জয়লাভ করেছে। গতকাল সোমবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে টুর্নামেন্টের দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় ২৮ নম্বর ওয়ার্ড দল ২-০ গোলে ১০নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করেছে। এই ম্যাচে গোল করেছেন তুষার ও হাবিব। আর ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের গোলরক্ষক সাকিব।
তার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন মাহফুচুল হোসেন রানা। পরের ম্যাচে ১২ নম্বর ওয়ার্ড দল ১-০ গোলে ১৩ নম্বর ওয়ার্ড দলকে হারিয়েছে। এই ম্যাচে গোল করেছেন রোকন। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ মহানগর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মোস্তাক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র সরিফুর রহমান বাবু।