শনিবার, ৬ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২১ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
নগরীতে শহিদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে ৫ নম্বর ওয়ার্ড দল। গতকাল বুধবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে টুর্নামেন্টের একমাত্র খেলায় ৫ নম্বর ওয়ার্ড দল ১-০ গোলে ২৯ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় ৫ নম্বর ওয়ার্ড দলের খেলোয়াড় মেহেদি জয়সূচক গোল করেন। অবশ্য ম্যাচশেষে তিনি ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন। তার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ২৯ নম্বর ওয়ার্ড মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন সুজা। এসময় রাজশাহী সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান কামরু। খেলা পরিচালনা করেন আক্তার,বুলু ও জনি।