সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
শহিদ কামারুজ্জামান অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ১,৪,৫ ও ৯ নম্বর ওয়ার্ড দল। গতকাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে টুর্নামেন্টের দুইটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনালে ৫ নম্বর ওয়ার্ড দল ২-০ গোলে হারিয়েছে ১৪ নম্বর ওয়ার্ড দলকে। ম্যাচের ২৭ মিনিটের মাথায় বাদল ও ৪২ মিনিটে রুপম গোল করেন। এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের খেলোয়াড় মোস্তাক। তার হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর পরের ম্যাচে টাইব্রেকারে ১ নম্বর ওয়ার্ড দল ৪-৩ গোলে ১২ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করেছে। এই ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল। এই ম্যাচের জয়ী দলের গোলরক্ষক মেহেদি ম্যাচ সেরা হয়েছেন। তার হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র সরিফুর রহমান বাবু।
এদিকে আগের দিন মঙ্গলবার টুর্নামেন্টের দুইটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ৯ নম্বর ওয়ার্ড দল ২-১ গোলে ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ দলকে পরাজিত করেছে। বিজয়ী দলের সুজন, ফয়সাল ও বিজিত দলের বাপ্পী গোল করেন। এই ম্যাচে বিজিত দলের বাপ্পী ম্যাচসেরা হয়েছেন। দিনের দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারে ৪ নম্বর ওয়ার্ড দল ৫-৩ গোলে ২ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করেছে। জয়ী দলের গোলরক্ষক নূরে আলম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে। আগামী শনিবার টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।