কারওয়ান বাজার বস্তিতে আগুন, দুই মৃতদেহ উদ্ধার

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


রাজধানীর কারওয়ান বাজার এলাকার মোল্লাবাড়ি বস্তিতে আগুন লেগেছে। সেখান থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া মা নাজমা (২৫) ও তার শিশুসন্তান নজরুল অগ্নিদগ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, মোল্লা বাড়ির বস্তিতে অগুন লাগার ঘটনায় দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, কারওয়ান বাজারে লাগা আগুনের ঘটনায় রাতে মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসেন নাজমার স্বামী ওমর ফারুক।

ওমর ফারুক জানান, তারা কারওয়ান বাজারের মাছবাজারে কাজ করেন এবং মোল্লাবাড়ি বস্তিতে বাস করতেন। তার ধারণা, প্রচণ্ড শীতের জন্য কেউ আগুন পোহানোর সময় এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে।

আহতদের বিষয়ে বাচ্চু মিয়া জানান, কারওয়ান বাজারে আগুনে মা ও তার শিশুসন্তান দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে, শুক্রবার (১২ জানুয়ারি) দিনগত রাত ২:২৩ মিনিটে মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডে ধাপে ধাপে ১৩ ইউনিট কাজ করে। পরে ৩:৪০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ