কারাগারে থেকেই ভোট দিয়েছেন ইমরান খান, ভোট দিতে পারেন নি বুশরা বিবি

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ৪:৩১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলেছে বিকাল ৫টা পর্যন্ত।

এদিকে, কারাগার থেকেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তাঁর স্ত্রী বুশরা বিবি ভোট দেয়ংার সুযোগ পাননি।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইমরান খান এবং অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক বন্দিরা আদিয়ালা জেল থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

তবে ইমরানের স্ত্রী বুশরা বিবি ভোটে অংশ নিতে পারেননি। কারণ পোস্টাল ভোটিং প্রক্রিয়া শেষ হওয়ার পরে তাঁকে দোষী সাব্যস্ত এবং গ্রেপ্তার করা হয়। সামগ্রিকভাবে আদিয়ালা কারাগারের প্রায় একশো বন্দি ভোট দিতে পেরেছেন, যা এই কারাগারে সাত হাজার বন্দির মধ্যে মাত্র এক শতাংশ।

কারাগার সূত্র থেকে জানা যায়, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে আটক করার সময় এভাবে ভোট দেয়ার প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ার কারণে তাঁর অনুরোধ গ্রহণ করা যায়নি।
বুশরা বিবির মুখপাত্র মাশাল ইউসুফজাই জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেয়া হয়নি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ