কারাগারে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্কের প্রথম দিন

আপডেট: এপ্রিল ১, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



দক্ষিণ কোরিয়ার উচ্ছেদকৃত প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই শুক্রবার কারাগারে তার প্রথম দিন অতিবাহিত করলেন। একটি আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেয়ার পর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় তার সমর্থকরা বিলাপ করছে ও বিরোধীরা উল্লাস করছে।
ভোরের আগেই সাবেক এই রাষ্ট্র প্রধানকে কারাগারে পাঠানো হয়।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গুয়েনকে গ্রেফতার করা উচিত হবে কিনা, তা নিয়ে শুনানি হয়। শুনানি শেষে তার গ্রেপ্তার অনুমোদন করেন আদালত।
এরপর তাকে একটি ডিটেনশন সেন্টারে নেুয়া হয়।
গিউন-হের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সরকারি তথ্য ফাঁস, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগ আছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
গিউন-হেকে সম্প্রতি দেশটির সাংবিধানিক আদালত বরখাস্ত করেন। দুর্নীতির কেলেঙ্কারির জেরে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাস হওয়ার পর দীর্ঘ শুনানি শেষে আদালত ওই রায় দেন।- বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ