কারিগরি কলেজ শিক্ষক সমিতি পক্ষ থেকে এমপি বাদশাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

আপডেট: জানুয়ারি ২২, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি রাজশাহী মহানগর শাখা।
সোমবার (২২ জানুয়ারি) বেলা ১২ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকশিস রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক। সঞ্চালনা করেন, সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মারুফ হোসেন। অনুষ্ঠানে রাজশাহী মহানরস্থ সকল কারিগরি কলেজের অধ্যক্ষবৃন্দ ও শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, সন্ধ্যায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ান এডুকেশন সেমিনার-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। এসময় শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে নানা দিক-নির্দেশনা দেন তিনি।

এডুকেশন সেমিনারে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব হূমায়ন কবির, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মাহমুদা কাণিজ কেয়াসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ