‘কারিগরি শিক্ষার বিস্তার ছাড়া দেশ এগুবে না’ ।। রুয়েটে ইউজিসি চেয়ারম্যান

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১১:১৩ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক



বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বলেছেন, কারিগরি ও প্রকৌশল শিক্ষার বিস্তার ও গবেষণার মানোন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন’ বিষয়ক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, ‘ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং টেলিকমিউনিকেশনের প্রসার ও উন্নতির জোয়ারে পুরো বিশ্ব এখন ভাসছে। বাংলাদেশের আর্থ-সামাজিক ও শিক্ষার উন্নয়নের স্বার্থে এই জোয়ারের সাথে তাল মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে যেতে হবে। শিক্ষা ও গবেষণার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উপনিত করতে হবে।
রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে তিনদিনব্যাপী এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন রুয়েট উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, চিনের তিয়াংজিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জিনান উন জিন, চিনের হুয়াংজন ইউনির্ভাসিট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. ইউ জু, অষ্ট্রেলিয়ার সারটিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আহমেদ আবু সাঈদা, আইইবি’র অনারারি সেক্রেটারি প্রকৌশলী আব্দুস সোহেল, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং সম্মেলনের টেকনিক্যাল পেট্রন প্রফেসর ড. মো. মর্ত্তুজা আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ এবং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল বিভাগের প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।
রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অষ্ট্রেলিয়া, জার্মানি, চিন ও মলয়েশিয়াসহ বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রযুক্তি শিক্ষাবিদ ও প্রকৌশলীগণ অংশগ্রহণ করছেন। সম্মেলনে কারিগরি সেশনে ৮৫ টি প্রবন্ধ এবং ৫ টি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ