মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নগরীতে ৪০০ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে কাশিয়াডাঙ্গার বালিয়াশ্যামপুরে অভিযান চালিয়ে শাহারিয়ার হোসেন শোভনকে (১৭) গ্রেফতার করে র্যাব। শোভন কাশিয়াডাঙ্গার হারুপুরের গিয়াস নবীর ছেলে।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বালিয়াশ্যামপুর এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী হাইওয়ে রোডে অভিযান চালিয়ে শোভনকে গ্রেফতার করে। এসময় শোভনের থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা হয়েছে।