কাশ্মীরের উন্নত রাস্তা দেখাতে বাংলাদেশের ছবি শেয়ার! জি-২০’র পরও অব্যাহত বিতর্ক

আপডেট: মে ২৫, ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


বুধবার শেষ হয়েছে জম্মু ও কাশ্মীরে আয়োজিত জি-২০ সম্মেলন। ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত তিনদিনের ওই সম্মেলনের জন্য সাজিয়ে তোলা হয়েছিল উপত্যকাকে। সেখানকার সৌন্দর্যায়ন ও উন্নয়নের ছবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ছবি ঘিরে বিতর্ক ঘনিয়েছে। জি-২০ সম্মেলনের সমাপ্তির পরও সেই বিতর্ক অব্যাহত। কী নিয়ে বিতর্ক? বাংলাদেশের একটি রাস্তার ছবি কাশ্মীরের বলে চালিয়ে দেওয়া ঘিরেই যাবতীয় বিতর্ক।
২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছিল জি-২০বৈঠক। ২০১৯ সালের ৫ আগস্টের পর এটাই আন্তর্জাতিক স্তরের সবথেকে বড় সম্মেলন উপত্যকায়। স্বাভাবিক ভাবেই বৈঠক ঘিরে শুরু হয়েছিল জোর প্রচার। যার কেন্দ্রে একটি ছবি। সেটির শিরোনাম ছিল ‘শ্রীনগরের উন্নত বুলেভার্ড রোড’। পরে জানা যায়, ওটা আসলে বাংলাদেশের ঝাইতলা পটুখালির এক রাস্তার নাম।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ