বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
কিশোর ফুটবল একাডেমির সাতজন কৃতী ফুটবলার এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তাদের সাফল্য কামনা করে গতকাল সন্ধ্যা ৬টায় রাজশাহী কমিউনিটি সেন্টারে কৃতী ফুটবলারদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, আইন বিষয়ক সম্পাদক মোসাব্বের হোসেন, দিগন্ত প্রসারী সংঘের সাধারণ সম্পাদক সরিফুর রহমান নুরুল হক, কৃতী খেলোয়াড় আব্দুল কুদ্দুস, রেজা, আওয়ামীলীগ ৫নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, ছাত্রলীগ নিউ গভ.ডিগ্রি কলেজ সাধারণ সম্পাদক তরুন হোসেন, রেড ক্যাসেল পরিচালক পারভেজ আলম প্রমূখ।