কুঁচকির ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন শান্ত

আপডেট: নভেম্বর ১১, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


এ মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর আগে আঙুলের ইনজুরিতে ক্যারিবীয়ান সফর থেকে ছিটকে যান দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অধিনায়কোচিত ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। তার ম্যাচ জয়ী ইনিংসেই সিরিজে সমতা আনে টাইগাররা। ঐ ম্যাচে ইনজুরিতে পড়ায় তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না শান্ত।

শেষ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিচ্ছেন দলের সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দ্বিতীয় ওয়ানডের পর এমআরআই করা হয় শান্তর। সেই রিপোর্টে শান্তর ইনজুরির মাত্রা নির্নয় করা হয়েছে।

বিসিবির সিনিয়র চিকিৎসক ডা. দেবাশীস চৌধুরী বলেন, ‘দ্বিতীয় ওয়ানডের পর শারজাহতে এমআরআই করানো হয় শান্তর। আমরা দলের ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি। সেখানে তার বাঁ-কুঁচকিতে গ্রেড-২ স্ট্রেইন নিশ্চিত করা হয়েছে।’

দুই সপ্তাহ পর শান্তর অবস্থা মূল্যায়ন করা হবে বলে জানিয়ে দেবাশীস বলেন, ‘এজন্য বিশ্রাম এবং পুনর্বাসনের সময় প্রয়োজন। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে পাওয়া যাবে না তাকে। পুনর্বাসন চালিয়ে যাবার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন শান্ত।’

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের জন্য শান্তর পরিবর্তে এখনো কারো নাম ঘোষণা করেনি বিসিবি। টেস্ট সিরিজে মিরাজের নেতৃত্ব দেয়ার সম্ভাবনা বেশি।- বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version