কুকুরের থেকেও বড় বিড়াল! বিশ্বকে অবাক করল ‘ফিন’

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


তাকে দেখে ভয় পেয়ে যায় সকলেই। প্রজাতির হিসাবে বিড়াল হলেও তার আকার একটি বড় কুকুরের মতোই। নাম তার ফিন। বিড়াল হিসাবেই তাকে সকলে চেনে। তবে তার আকার একজন ৯ বছরের শিশুর মতোই।

ক্যালিফোর্নিয়ার সান কার্লোসে গেলেই এই বিড়ালের দেখা মিলবে। ফিন এখন সকলের নজরে। লম্বায় সে ১.৩ মিটার। একটি সাধারণ কুকুরের তুলনায় সে অনেক বেশি বড়। যেখানে নিজের ইচ্ছা হয় সেখানে সে যেতে পারে. রাজার মতোই তার চালচলন। তাকে নিয়ে গোটা নেটদুনিয়াতে এখন শোরগোল পড়েছে।

যখন তার মালিক তাকে প্রথমে কিনে নিয়ে এসেছিল তখন তার আকার এতবড় ছিল না। তবে তাকে কিনতে গিয়ে দ্বিগুণ টাকা দেওয়া হয়েছিল। তখন বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরে সে বুঝতে পেরেছিল কেন তাকে এতগুলি টাকা বেশি দেওয়া হয়েছে। তারপর যত দিন কেটে গিয়েছে ততই সে নিজের আকার বৃদ্ধি করেছে। অন্য বিড়ালরা তাকে দেখেই ভয়ে কাঁটা হয়ে যায়। তাকে সামনে দেখলে একটি বন্য জন্তু বলে যে কেউ ভুল করতে পারে।

২০১৭ সালে জন্ম হয়েছিল ফিনের। তারপর থেকে সে এই মালিকের কাছেই রয়েছে। তবে যত দিন কেটে গিয়েছে ততই নিজের আকার বাড়িয়েছে সে। তার জন্য একটি আলাদা ঘর বরাদ্দ করে রাখা হয়েছে। সেখানেই সে থাকে। তার হিসেব করা খাবার থাকে। তার বাইরে সে কিছুই খায় না। তবে তার মালিক জানিয়েছে দিন হোক বা রাত সর্বদাই সে কিছু না কিছু খেতে চায়। খিদে পেলে গোটা বাড়ি মাথায় করে রেখে দেয়।

যে প্রজাতির এই বিড়ালটি সেই প্রজাতি সহজে মেলে না। তাই ফিন এতগুলি বছরেও নিজের জুটি পায়নি। তবে একলা থাকলেও বেশ আনন্দে রয়েছে ফিন। তাকে সকলে পছন্দ করে। এমনকি এই বাড়িতে যারা আসে তারা সকলেই তার জন্য খাবার নিয়ে আসে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ