কুকুরের প্রতিবাদ সমাবেশ!

আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৬, ১২:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



কুকুর নিধন বন্ধসহ ১২ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে ক্যানেল ক্লাব অব বাংলাদেশ নামে একটি সংগঠন। গত শনিবার জাতীয় প্রেসক্লাবে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি।
‘কুকুরের প্রতিবাদ সমাবেশ’ লেখা ব্যানার নিয়ে সংগঠনটি দেশি-বিদেশি প্রজাতির কয়েকটি কুকুর নিয়ে প্রেসক্লাবে এ সমাবেশ করে।
সংগঠনটি যেসব দাবি জানিয়েছে তা হলো, দেশি কুকুরের উন্নতীকরণে হাইব্রিড প্রশিক্ষণে দেশি কুকুরকে স্থান দেয়া, বছরে একবার কুকুর প্রদর্শনী করতে প্রেসক্লাবের মাঠ বিনামূল্যে ব্যবহারের সুবিধা দেয়া, কুকুর বন্ধ্যা করার নামে কুকুরের অঙ্গহানি-কান কাটা বন্ধ করা।
এ ছাড়া রাজধানীর মুরগি বাজারের মরা মুরগি দোকানে বিক্রি বন্ধ করে বেওয়ারিশ কুকুরের খাবারের জন্য ক্যানেল ক্লাবের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করা, কুকুরকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা, যেহেতু প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গঠিত স্কোয়াডে কুকুরও দায়িত্ব পালন করে এ কারণে কুকুরকে ‘কুত্তা’ বলা সরকারিভাবে নিষেধ করা, কুত্তা বললে জরিমানার ব্যবস্থা করা, কুকুরের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে বাৎসরিক অনুদান দেয়া, পোষা কুকুরের লাইসেন্স সরকারিভাবে বাধ্যতামূলক করা, কুকুরের খাদ্য আমদানির ভ্যাট বন্ধ করা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা স্কোয়াডে দেশি কুকুর রাখা, প্রতিটি সরকারি ডিফেন্সে দেশি কুকুর বাধ্যতামূলক করা। রাইজিংবিডি