মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
হাওড়া পুর এলাকায় প্রায় প্রতি দিনই কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছেন অনেকে। অভিযোগ ছিল এমনটাই। উপযুক্ত পরিকাঠামো না-থাকায় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না পথ কুকুরের সংখ্যা। এ বার সেই সমস্যা মেটাতে ‘প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র’ খুলছে হাওড়া পুরসভা। জেলায় এই উদ্যোগ প্রথম।
হাওড়া পুর এলাকায় ক্রমেই বেড়ে চলেছে পথ কুকুরের সংখ্যা। যত্রতত্র ঘুরে বেড়াতে দেখা যাছে তাদের। প্রতি দিন এদের কামড়ে আক্রান্ত হচ্ছেন অনেকেই। দিনে-রাতে আচমকা কুকুরের আক্রমণে আতঙ্কিত হয়ে পড়ছেন মানুষ। শুধুমাত্র হাওড়ার হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য প্রায় পঞ্চাশ জন করে আসেন প্রতি দিন। সোমা বক্সী নামে এক বাসিন্দার অভিযোগ, ‘‘পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা না-নেওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। আমার মেয়েকে এমন ভাবে কুকুরে কামড়ে ছিল যে তা ভাবলে এখনও আঁতকে উঠতে হয়।’’
এ বার এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে হাওড়া পুরসভা। তৈরি করা হচ্ছে ‘প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র’। এই প্রসঙ্গে পুরসভার প্রশাসকম-লীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘‘এই প্রথম জেলাতে এ ধরনের ইউনিট চালু হচ্ছে। বালিটিকুরিতে পুরসভার যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে অব্যবহৃত অবস্থায় অনেক ঘর পড়ে আছে। সেগুলো সারিয়ে আগামী দু’-তিন মাসের মধ্যে ইউনিট চালু হবে। ইতিমধ্যে সেই জায়গা পরিদর্শন করেছেন আধিকারিকরা।’’ তিনি আরও বলেন, ‘‘জীবজন্তু মারা গেলে তাদের দেহগুলি ঠিক জায়গায় ফেলার জন্য পরিকল্পনা করা হচ্ছে। সব কাজের জন্য পশুপ্রেমী সংগঠনের সাহায্য নেবে পুরসভা।’’
প্রদীপ লাহিড়ী নামে এক পশুপ্রেমী সাধুবাদ জানিয়েছেন এই উদ্যোদকে। তিনি বলেন, ‘‘খুবই ভাল উদ্যোগ। জীবজন্তুদের সমাজে একটা ভূমিকা রয়েছে। মানুষকে সচেতন হতে হবে তাদেরকে রক্ষা করার জন্য।’’
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন