মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নগরী’র কাটাখালী থানার কাপাসিয়া সরকারপাড়ায় অভিযান চালিয়ে ৭২ গ্রাম হেরোইনসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি ফরিদ আহমেদ (৩৯) কাটাখালী থানার এমাদপুরের মৃত ছাদেক সরকারের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০ টায় আসামি ফরিদকে আটক করা হয়। এসময় আসামির কাছ থেকে ৭২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ফরিদ টাংগন এলাকার দুই ব্যক্তির কাছ থেকে উক্ত হেরোইন ক্রয় করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫ টির অধিক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে প্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।