কুমারীত্ব উঠল নিলামে, ১৮ কোটিতে কিনে নিলেন হলিউডের নামী তারকা! বেজায় খুশি ২২ বছরের তরুণী

আপডেট: মার্চ ১২, ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


একটি সাহসী এবং বিতর্কিত পদক্ষেপ। ২২ বছর বয়সী ম্যানচেস্টারের তরুণী অনলাইনে তাঁর কুমারীত্ব নিলাম করে বিশ্বব্যাপী খবরের শিরোনাম উঠে এসেছেন। শেষ পর্যন্ত ১৮ কোটি টাকা (১.৭ মিলিয়ন পাউন্ডে) বিক্রি হয়েছে তরুণীর সম্ভ্রম। একটি এসকর্ট এজেন্সির প্ল্যাটফর্মে আয়োজিত এই নিলামে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সেলিব্রিটি-সহ বিভিন্ন শক্তিশালী ব্যক্তিত্বরা আগ্রহ প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত হলিউডের একজন নামী তারকা নিলামে জয়ী হয়েছেন।

বিনোদনের সংবাদমাধ্যম মিররের প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় আদর্শে বেড়ে ওঠা ওই তরুণীর তাঁর সিদ্ধান্তের জন্য কোনও অনুশোচনা নেই। নিজের আর্থিক নিরাপত্তার নিশ্চিত করতে তাঁর এই পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন ওই তরুণী। তিনি বলেন, ‘’আমি অনুতপ্ত নই। অনেক মেয়ে তাঁদের কুমারীত্ব হারায় কিন্তু বিনিময়ে কিছুই পান না। অন্তত আমি আমার ভবিষ্যৎ নিশ্চিত করেছি।”

নিলামটি সকলের মনোযোগ আকর্ষণ করেছিল। সমাজের ধনী ব্যক্তিরা সেই নিলামে অংশ নিয়েছিলেন। তরুণী জানিয়েছেন, আগ্রহীদের মধ্যে বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরাও ছিলেন। চুক্তি চূড়ান্ত হওয়ার পর, ক্রেতার উপস্থিতিতে তাঁর কুমারীত্ব নিশ্চিত করার জন্য একটি মেডিকেল পরীক্ষা করা হয়েছিল।

গোটা প্রক্রিয়াটির গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। হলিউডের এক শীর্ষস্থানীয় অভিনেতার কাছে তাঁর কুমারীত্ব নিলাম করার পর ওই তরুণী তাঁর বিতর্কিত সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। ব্রিটিশ ছাত্রীটি বলেছেন, “আমি খুশি যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি একজন ব্যক্তি হিসেবে খুব যুক্তিসঙ্গতভাবে চিন্তা করি। আমার কুমারীত্ব হারানোর সম্ভাবনা এমন কারও সঙ্গে ছিল, যে পরে আর কখনও আমাকে বিয়ে করত না। ব্যাপারটির আমার কাছে কোনও মূল্য ছিল না।”

যে অভিনেতা ওই তরুণীর কুমারীত্ব নিলামে কিনেছেন তিনি জেফ্রি এপস্টাইনের ব্যক্তিগত দ্বীপেও গিয়েছিলেন। ধনী অভিনেতার সঙ্গে রাত কাটানোর পর ওই তরুণী এখন সুগার বেবি লাইফস্টাইল গ্রহণ করার পরিকল্পনা করছেন। তিনি এমন কাউকে খুঁজছেন যে প্রতি মাসে ৩০ হাজার পাউন্ড দেবেন শুধু ওই তরুণীর সঙ্গ পাওয়ার জন্য।

তরুণীর এই সিদ্ধান্তের ফলে মেয়েদের কুমারীত্বের ব্যবসা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কুমারীত্বকে দীর্ঘদিন ধরে পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হয়ে আসছে, বিশেষ করে রক্ষণশীল সংস্কৃতিতে। ওই তরুণীর গল্প এমন একটি প্রবণতাকে প্রতিফলিত করছে যেখানে ব্যক্তিগত পছন্দগুলি আর্থিক বিবেচনার দ্বারা প্রভাবিত হয়।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ