কুমিল্লা সিটি নির্বাচনে মানুষের আস্থা ফিরেছে : ইসি রফিকুল ইসলাম

আপডেট: এপ্রিল ৪, ২০১৭, ১২:৩৩ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি


গোদাগাড়িতে কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম – সোনার দেশ

নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, ‘কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ নেই। সেখানে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে দিয়ে নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের আস্থা ফিরেছে। বর্তমান নির্বাচন কমিশন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছে।’
গতকাল সোমবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ জন্য সব ধরনের চ্যালেঞ্চ মোকাবিলায় কমিশন প্রস্তুত।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান, রওশন আরা বেগম ডলি প্রমুখ।
মতবিনিময় সভা শেষে ইসি রফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। প্রকৌশলী সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বাংলাদেশ কৃষি ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ রেজওয়ানুল ইসলাম মুকুল, গোদাগাড়ী নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা বক্তব্য দেন।
এর আগে সকাল ১০টায় গোদাগাড়ী স্কুল এন্ড কলেজেও ইসি রফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন, অধ্যক্ষ মাইনুল হক, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মাসুম প্রমুখ।
প্রসঙ্গত, ইসি রফিকুল ইসলাম ১৯৫৫ সালের ১ জানুয়ারী গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায় জন্মগ্রহণ করেন। ৬ ভাই-বোনের মধ্যে তৃতীয় তিনি। রফিকুল ইসলাম গোদাগাড়ী প্রাথমিক বিদ্যালয় ও গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ