বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতির অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পাঁচ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় তাদের সাময়িক বরখাস্তোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (৯ ডিসেম্বর) চিঠি দিয়ে অভিযুক্তদের বিষয়টি জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।
বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দায়িত্বরত সেকশন অফিসার শাহেদুজ্জামান শেখ।
তিনি সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূইয়ার বরাত দিয়ে জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগ তদন্ত হয়েছে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। পরবর্তীতে বৈঠকে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। সোমবার শিক্ষকদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি