কুসিক নির্বাচন : কাউন্সিলর পদে আ.লীগের আধিপত্য

আপডেট: এপ্রিল ১, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরাজিত হলেও কাউন্সিলর পদে তাদের আধিপত্য রয়েছে।
কাউন্সিলর (সাধারণ ২৭ ওয়ার্ড ও সংরক্ষিত ৯ ওয়ার্ড) পদে ১৫টিতে আওয়ামী লীগ, আটটিতে বিএনপি, ছয়টিতে স্বতন্ত্র, তিনটিতে জামায়াত ও চারটির ফল স্থগিত রয়েছে। প্রার্থীদের অধিকাংশ পুনঃনির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ১১জন, বিএনপির ছয়জন, স্বতন্ত্র পাঁচজন ও জামায়াতের তিনজন জয়ী হয়েছেন।
দুটি ওয়ার্ডের একটি করে কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় ফলাফল প্রকাশ হয়নি। অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে চারটিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। দুটি ওয়ার্ডের একটি করে কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল এ ফল ঘোষণা করেন।- রাইজিংবিডি