কুড়িয়ে পাওয়া এক কেজি স্বর্ণ ফেরত!

আপডেট: জুলাই ৩০, ২০১৭, ১:২৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


জার্মানির বার্লিনে সম্প্রতি গাছের নিচে পড়ে থাকা একটি ব্রিফকেস দেখে কৌতুহলী হন জনৈক নাগরিক! কাছে গিয়ে সেটি খুলতেই বেরিয়ে পড়ে কাড়ি কাড়ি অর্থ এবং স্বর্ণ। হিসাবে প্রায় ৪০ হাজার ডলারের সমান।
অন্য কেউ হলে কি করতেন তা বলা মুশকিল, তবে ওই ব্যক্তি কিন্তু নগদ অর্থ ও সোনা পাওয়ার পরও তা পুলিশের হাতে তুলে দেন। আর এমন কাজের স্বীকৃতি স্বরূপ সবার কাছে তিনি ‘সৎ ব্যক্তি’ হিসেবে প্রশংসা কুড়িয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বার্লিনের নয়কালন এলাকার একটি ব্যাংকের বাইরে গাছের নিচে ওই ব্রিফকেসটি পাওয়া যায়। ব্রিফকেসে নগদ অর্থ ছিল ৩ হাজার ৫শ’ ইউরো। সেই সঙ্গে ছিল প্রায় এক কেজি ওজনের ২২টি স্বর্ণের বার। পরে স্থানীয় পুলিশ এক টুইটার বার্তায় জানায়, ‘নয়কালনে গাছের নিচে যে কত কিছু পাওয়া যায় তা সত্যিই চমকপ্রদ।’ ব্রিফকেসের মালিককেও খুঁজে পেয়েছে পুলিশ। সেই মালিকের গল্পও কম চমকপ্রদ নয়! তিনি নাকি গাছের নিচে ব্রিফকেসটি রেখে নিজের সাইকেলে তালা দেন। এরপর সেই মূল্যবান ব্রিফকেসের কথা বেমালুম ভুলে যান! অবশ্য যে ব্যক্তি ব্রিফকেসটি ফেরত দিয়েছেন, তিনিও কিন্তু খালি হাতে ফিরছেন না। জার্মানির আইনে আছে, কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া ব্যক্তি পারিশ্রমিক হিসেবে ওই জিনিসের মূল্যমানের ৩ থেকে ৫ ভাগ দাবি করতে পারেন তিনি। তাছাড়া হারানো জিনিস সংরক্ষণের জন্য ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ কার্যালয়ও ১০ ভাগ অর্থ দাবি করতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ