কুয়েতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ।। লাশ আনা নিয়ে অনিশ্চয়তায় পরিবার

আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ১২:১৭ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



কুয়েতে বাংলাদেশি শ্রমিক বাঘা উপজেলার আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের শুকুর আলীর ছেলে আয়ুব আলী মৃত্যুবরণ করেছেন (ইন্না…রাজিউন)। গত মঙ্গলবার কুয়েত সময় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। লাশ ফেরত নিয়ে আসার ব্যাপারে অনিশ্চতায় পড়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারটি।
পরিবার সূত্রে জানা য়ায়, আয়ুব আলী শ্রমিকের কাজ নিয়ে প্রায় ১০ বছর আগে কুয়েতে যায়। তিনি থাকতেন কুয়েতের শিবদি থানার হিজিল ঝাকর এলাকায়। সেখানে কাজ করে বৃদ্ধ বাবা মা ও স্ত্রী সন্তানের জন্য মাসে মাসে কিছু অর্থ পাঠাতেন। কিন্তু চিরকালের জন্য অর্থ পাঠানো বন্ধ হয়ে গেল আয়ুব আলীর। এখন পরিবার তার লাশটি ফেরত আানতে চায়। কিন্তু গরীব পরিবারের পক্ষে সেটা সম্ভব হবে কি? এমনই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মাঝে। তাই পরিবারের পক্ষ থেকে লাশ বাংলাদেশে আনার জন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করা হয়েছে। আয়ুব আলীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার মা ফিরোজা বেগম, স্ত্রী শুভা বেগম, ভাই লায়েব আলীর কথা বন্ধ হয়ে গেছে। এছাড়া স্থানীয় সপ্তম শেণিতে পড়–য়া একমাত্র মেয়ে তমা খাতুন বারবার বাবার কথা জানতে যাচ্ছে। তবে ঠিক কি কারণে তার এ অকাল মৃত্যু হয়েছে সেটা পরিবারের পক্ষ থেকে কেও জানাতে পারেন নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ