কৃতকার্যদের অভিনন্দন, অকৃতকার্যদের সহানুভূতি দেখাতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট: নভেম্বর ২৬, ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


২০২৩-এর এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইভাবে তিনি যারা অকৃতকার্য হবে তাদের গালমন্দ না করে সহানুভূতি দেখানোর অনুরোধ করেছেন।

প্রধানমন্ত্রী রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গণভবনে এইচএসসি ও সমমান পরীক্ষার হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ও বোর্ডের চেয়ারম্যানগণ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা ভালো রেজাল্ট করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। অভিভাবকদের বলবো, যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে। সে যে পারে নি, সেটার কারণ খুঁজে তাকে আরো মনোযোগী করতে উৎসাহী করতে হবে। ধমক বা গালমন্দ-তিরস্কার করা ঠিক হবে না।

প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, জ্বালাও পোড়াও এর মধ্যেও আপনারা যথাসময়ে কাজটি করতে পেরেছেন, এটি বড় ব্যাপার। এজন্য সংশ্লিষ্ট সকলের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা এটি করতে পেরেছি।

ফলাফল হস্তান্তরের মধ্য দিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হলো।
তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ