কৃষকের মৃত্যু নিয়ে রহস্য, হত্যা মামলা দায়ের

আপডেট: জানুয়ারি ১৭, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি


সাজ্জাদ হোসেন সুদেব নামে এক কৃষকের রহস্যজনক মৃত্য হয়েছে। গত ১২ জানুয়ারি বিকালে নওগঁর বদলগাছীর পূর্ব বনগ্রাম গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুমি বেগম ও সোম্পা বেগুম জানায়, তারা ঘটনাস্থলে ছাগল চড়াচ্ছিল। আসরের নামাজের পর একটি খালি ট্রাক সুদেবের জমির উপর দিয়ে পার হচ্ছিল এ সময় সুদেব ন্যায় অন্যায়ভাবে ট্রাক ড্রাইভাকে গালাচ্ছিল এবং ৩টি ইট ছুড়ে মারে একটি ড্রাইভারকে আঘাত করে। ড্রাইভার ট্রাক বন্ধ করে নেমে আসে।

ড্রাইভার বলেন, আমি ভুল করেছি চাচা, আমি আর আসবো না কোন দিন। এর পরেও দুজনের মধ্যে ঠেলাঠেলি শুরু করে। তখন সুদেব তার বউকে ডেকে বলে ঘর থেকে ক্যাদা নিয়ে আয় শালাকে আজ কাটবো। ড্রাইভার ভয়ে ট্রাক চালু করে সরে যাওয়ার চেষ্টা করলে সুদেব দৌঁড়ে এসে চলন্ত ট্রাক থেকে ড্রাইভার আশিককে সার্টের কলার নিচে নামানোর চেষ্টা করলে চলন্ত ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সুদেব ট্রাকের নিচে পড়লে তাকে বাঁচানোর চেষ্টাকলে ড্রাইভার আশিক নিজেই ট্রাকের নিচে পড়ে হাত-পা ভেঙ্গে উল্টে যায় এবং গুরুতর আহত অবস্থায় প্রথমে আক্কেলপুর- পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, সুদেবে উপর দিয়ে একটি চাকা গিয়েছে আর ড্রাইভারের উপর দিয়ে দুটি চাকা গিয়েছে।

এ সময় দুই গুচ্ছ গ্রামের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে সুদেবকে গালিগালাজ করে বলে ড্রাইভারের যত চিকিৎসা খরচ তোকে বহন করতে হবে। এ সময় রাজ্জাক নামে একজন সুদেবকে ৩টি চড় মারে। সুদেব পায়ে হেঁটে বাড়ি চলে যায়। সুদেবের বউ আছমাও সুদেবকে গালাচ্ছিল। পরে শুনতে পায় সুদেব মারা গেছে। ঘটনার দিন রাতে সুদেবের পালিত ছেলে আসলাম হোসেন বাদী হয়ে ড্রাইভারসহ ও চড় মারার অপরাধে রাজ্জাককে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে।

বাদী জানায়, ঘটনা সাড়ে ৪টার দিকে আর মারা গেছে সন্ধ্যার পর। দুর্ঘটনার শিকার দুজনেই। এছাড়া ভ্যান চালক রাজ্জাক চরথাপ্পর মেরেছে তাই হত্যা মামলা দায়ের করেছি। তাদের উচিৎ ছিল দুজনকেই হাসপাতালে নেওয়া।

তোমরা নিজেরা কেন হাসপাতালে নিলে না জানতে চাইলে বাদী জানায়, আমি বাড়িতে ছিলাম না। তাছাড়া এখানে ভ্যান পাওয়া যায় না।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী বলেন, বিষয়টি তদন্ত চলছে।