কৃষক লীগ সভাপতি সমীর চন্দ গ্রেফতার

আপডেট: অক্টোবর ৪, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ

সমীর চন্দ (ছবি: সংগৃহীত)

সোনার দেশ ডেস্ক :


বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি জানিয়েছে, চন্দের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলায় রয়েছে।

২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন সমীর চন্দ।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ