রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
কেউই সাধারণ মানুষের জন্য ভাববেন না। কেউই জনদরদী নন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ঘিরে এমনই অভিমত পোপ ফ্রান্সিসের। তাঁর মতে, একজন অভিবাসীদের বিরোধী। অন্যজন শিশু হত্যাকারী।
পোপ ফ্রান্সিস শুক্রবার প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নির্বাসন পরিকল্পনার সমালোচনা করেন। অন্যদিকে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে গর্ভপাতের অধিকারকে সমর্থন করার জন্য তাঁর অবস্থানের জন্য সমালোচনা করেছেন। সিঙ্গাপুর থেকে রোমে ফেরার বিমানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলে পোপ বলেন, অভিবাসীদের স্বাগত না জানানো একটি ‘গুরুতর পাপ’ এবং গর্ভপাতকে ‘হত্যার’ সঙ্গে তুলনা করেছেন তিনি।
পোপ বলেন যে, মার্কিন ক্যাথলিক অনুগামীদের বিশদ বিবরণ ছাড়াই নভেম্বরে ভোট দেওয়ার সময় ‘কম মন্দকে’ বেছে নিতে হবে। যদিও পোপ তাঁর বক্তব্য পেশ করার সময় কোথাও ট্রাম্প কিংবা হ্যারিসের নাম ব্যবহার করেননি, তিনি বিশেষভাবে তাঁদের কাজের নীতি এবং তাঁদের লিঙ্গ উল্লেখ করেই বক্তব্যটি জানিয়েছেন।
উভয় প্রার্থীর সমালোচনা করলেও তিনি বলেন, ক্যাথলিকদের ভোট দেওয়া উচিত। পোপ বলছেন, ভোটে অংশগ্রহণ না করার প্রক্রিয়াকে তিনি কোনওভাবেই সমর্থন করছেন। তিনি বরং লেসার এভিলকে বেছে নেওয়ার পক্ষে। পোপ ফ্রান্সিস বলেছেন, “আপনাকে অবশ্যই কম মন্দকে বেছে নিতে হবে। কে কম মন্দ, সেই ভদ্রমহিলা, না সেই ভদ্রলোক, তা আমি জানি না। প্রত্যেককে, বিবেক অনুসরণ করে ভেবেচিন্তে সেই কাজটা করতে হবে।”
উল্লেখ্য, মার্কিন ক্যাথলিকদের প্রায় প্রতিটি ভোটেই গুরুত্বপূর্ণ সুইং ভোটার হিসাবে দেখা হয়। পেনসিলভানিয়া এবং উইসকনসিন-সহ কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে ২০ শতাংশের বেশি ক্যাথলিক ভোটার। ফলে পোপের মতামত তাঁদের ভোটে এবং ব্যালট বক্সে প্রভাব ফেলতেই পারে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন