বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধসের পর চারদিন কেটে গিয়েছে। উদ্ধারকাজের পঞ্চম দিনেও গোটা ওয়েনাড়ে তন্নতন্ন করে প্রাণের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল। শনিবার এক ঘন জঙ্গলের গুহা থেকে এক পরিবারের ছয়জন সদস্যকে উদ্ধার করা হয়েছে। ভূমিধসের পর পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের এক পরিবার। আট ঘণ্টা অভিযান চালানোর পর তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনাস্থল আত্তামালার পাহাড়ের ঘন জঙ্গল। মুষলধারে বৃষ্টির মাঝে ওই ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চালায় কালপেট্টা রেঞ্জের বনাধিকারিক কে হরিশ, সহ আরও কয়েকজন। সেই সময়ে এক মহিলাকে খাবারের সন্ধান করতে দেখেন তাঁরা। ছুটে যান তাঁর কাছে। জানতে পারেন, ভূমিধসের পর থেকে পাহাড়ের এক গুহায় তিনি, তাঁর স্বামী ও চার সন্তান আশ্রয় নিয়েছেন। গত চারদিন কিছুই খাননি তাঁরা। আজ সকালে খাবারের খোঁজে তিনি বেরিয়েছেন। মহিলার সঙ্গে কথা বলে গুহার ঠিকানায় পৌঁছন বন দপ্তরের কর্মীরা।
ভারি বৃষ্টি উপেক্ষা করে, ৪ ঘণ্টা ধরে দুর্গম পথ পেরিয়ে সেই গুহায় পৌঁছয় উদ্ধারকারী দল। পৌঁছে দেখেন, গুহার মধ্যে থরথর করে কাঁপছে চারটি শিশু। চারদিন না খেয়ে বিধ্বস্ত সকলে। শিশুদের বয়স এক থেকে চার বছরের মধ্যে। তড়িঘড়ি তাঁদের কোলে, পিঠে তুলে নীচে নামিয়ে আনার তোড়জোড় শুরু হয়। ফের ৪ ঘণ্টা পথ পেরিয়ে ছ’জনকে নিয়ে ত্রাণ শিবিরে পৌঁছয় উদ্ধারকারী দল। সঙ্গে সঙ্গে সকলকে খাবার, জল দেওয়া হয়। তাঁদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। বর্তমানে তাঁরা সকলে সুস্থ। উদ্ধারকারী দলের এই অভিযান সাড়া ফেলেছে কেরলে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন