কেশরহাটে আওয়ামী লীগের প্রচার মিছিল

আপডেট: জানুয়ারি ২২, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:


প্রধানমন্ত্রি শেখ হাসিনার রাজশাহী আগমন উলেক্ষে কেশরহাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি রোববার বিকেলে কেশরহাট উচ্চবিদ্যালয় চত্বরে আয়োজিত সভা শেষে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সকল সড়ক-মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের শেষ হয়।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, উপজেলা আওয়ামীগের সহসভাপতি রুস্তম আলী প্রামাণিক, কেশরহাট পৌরসভা আওয়ামলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কেশরহাট পৌর আওয়ামী লীগের যুগ্মœসম্পাদক শাহিনুর রহমান, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাকসহ আওয়ামী কৃষকলীগ, যুবলীগের নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ