শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয় মাঠে নৌকা প্রতিকের প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কেশরহাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় শাহেদুজ্জামানের সভাপতিত্বে নৌকা প্রতিকের প্রার্থী আসাদুজ্জামান আসাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রধানমন্ত্রি জননেত্রি শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। দেশ ও জাতির উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই।
কেশরহাট পৗর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাস্টারের অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির কেশরহাট শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, নৌকা প্রতিকের মোহনপুর উপজেলা নির্বাচন কমিটির আহবায়ক এনামুল হক, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মোহনপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জমসেদ আলী, কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর রুস্তম আলী প্রামাণিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সদস্য সুরঞ্জিত সরকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।