বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
কেশরহাট প্রতিনিধি:
মোহনপুরের কেশরহাটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগান সামনে রেখে কেশরহাট উচ্চবিদ্যালয়ে চত্তরে মোহনপুর থানা এর আয়োজন করে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে আয়োজিত উন্মুক্ত সভায় মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস ম-লের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।
থানার এসআই ইব্রাহিম খলিল এর অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সিপার কেএইচএম এরশাদ, কেশরহাট পৌর মেয়র ও মোহনপুর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহিদুজ্জামান, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর রুস্তম আলী প্রামাণিক, কেশরহাট কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এনামুল হক, কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও স্কুল শিক্ষার্থী।
অনুষ্ঠানে মাদক, বহুবিবাহ, জুয়া, সড়ক দুর্ঘটনা, সামাজিক ফ্যাসাদ ও যৌনহয়রানী প্রতিরোধে আলোকপাত করা হয়।