কেশরহাটে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ৭, ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় রেইজ প্রকল্পের মাধ্যমে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ০৩টায় রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা এবং মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

সভাপতি হিসেবে ছিলেন কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেইজ প্রকল্পের লাইফ স্কীল অফিসার এসএম জাহাঙ্গীর আলম ও ড. মহিদ শেখ।

স্বাগত বক্তা মোহসিন আলী রেইজ প্রকল্পের সামগ্রিক বিষয় তুলে ধরেন এবং জনসাধারণের মাঝে রেইজ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে পরিস্কার ধারণা প্রদান করেন। সভায় উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ শাপলা রেইজ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং স্বল্প আয়ের পরিবারভুক্ত বেকার তরুণ তরুণী ও তরুণ ক্ষুদ্র উদ্যেক্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আগত তরুন ক্ষুদ্র উদ্যোক্তা, বেকার তরুন-তরুনী এবং অতিথিবৃন্দ পিকেএসএফ ও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং সংস্থা দুটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ