কেশরহাটে নববধূর রহস্যজনক মৃত্যু

আপডেট: মার্চ ১৪, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ

কেশরহাটে নববধূর রহস্যজনক
নিজস্ব প্রতিবেদক:মোহনপুর উপজেলার পৌরসভার শিহালায় গ্রামে প্রেমের সম্পর্কে বিয়ের মাত্র এক মাসের মাথায় গলায় ফাঁস নিয়ে কেশরহাট নববধূর রহস্যজনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার ( ১৩ মার্চ) রাত অনুমানিক সোয়া দুইটার দিকে কেশর গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে ওই নববধূর মত্যুর খবরে জনমনে না গুঞ্জেনর সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি কেশরহাট পৌরসভার কেশর মহল্লার আশরাফুল ইসলামের ছেলে (ট্রাক চালক) আসাদুলের ইসলামের সঙ্গে প্রেমের সম্পের্কে এফিডেফিডের মাধ্যমে বিয়ে হয়েছিল নওগাঁ জেলার রানীনগর উপজেলার নান্দাইবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে আশারাফিয়া আক্তার জুঁইয়ের (১৬)। আসাদুল ইসলাম স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে আলমের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। বিয়ের পর থেকে স্বামীর ঘরে সুখী ছিলেন না জুঁই।

স্বামীর ঘরে অনেকটায় জিম্মিদশায় থাকতে হতো তাকে। ১৩ মার্চ রাতে জুঁই ওড়না পেঁচিয়ে মৃত্যুর ঘটনায় জুঁইয়ের বিরুদ্ধে অবাধ্যতার অভিযোগ তোলেন স্বামী আসাদুল। এছাড়াও তিনি বলেন স্ত্রী শার্ট—প্যান্ট পরে বাড়ির বাহিরে ঘুরতে চাইলে আমি নিষেধ করলেই মনোমালিন্য হয়। এসময় স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফিরে দেখেন স্ত্রী ওড়নায় ফাঁস নিয়ে  আত্মহত্যা করেছে।

এদিকে কেশরহাটে নববধূর রহস্যজনক ধারণা করে নাম প্রকাশে অনেকেই বলেন স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য হলো, এমন সময় স্বামী প্রকৃতির ডাকে সাঁড়া দিতে গেলো। এতটুকু সময়ের মধ্যে ফাঁস নিয়ে স্ত্রীর আত্মহত্যার ঘটনা স্বাভাবিক মনে হয়না। কারণ একজন মানুষের প্রকৃতির ডাকে সাঁড়া দিতে কত সময় লাগে। আর শার্ট-প্যান্ট পরতে বারণ করায় একজন নারী এধরণের সিদ্ধান্ত নিয়েছে এটাও অনেকে অবাস্তব ঘটনা মনে করছেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন এটি প্রাথমিক ভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এরিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ