সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরের কেশরহাট পৌরসভা এলাকার প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬জুন) সকালে কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার আয়শা সিদ্দিকা।
এসময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, সাবেক কাউন্সিলর রুস্তম আলী প্রামাণিক, উপজেলা এলজিইডি কর্মকর্তার নুরুন নাহার, উপজেলা সহকারি প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার কোহিনুর আক্তার, কেশরহাট সরকারি প্রাথমিক দিবদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবর আলী, কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা খাতুন প্রমূখ। খেলায় তিলাহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়লাভ করে।