কেশরহাটে ব্যক্তি উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

আপডেট: জানুয়ারি ৪, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ


মোহনপুর প্রতিনিধি:


কেশরহাটে ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে কেশরহাট পৌর এলাকার দর্শনপাড়া মহল্লার হাজির মোড়ে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ করেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম গাইন।

এসময় তিনি জানান, প্রতি বছর শীত মৌসুমে এলাকার শীতার্ত মানুষদের কম্বল বিতরণ, ঈদ মৌসুমে ঈদ সামগ্রীসহ বিভিন্ন সময় নানা উপহার বিতরণের চেষ্টা করি। এতে আমার মনে তৃপ্তি দেয়। এজন্য প্রতি বছরের মতো আজও এসব কম্বল বিতরণ করছি। এধারা আজীবন অব্যাহত রাখার চেষ্টা করবো। কেশরহাট পৌর যুবলীগের সদস্য জুয়েল রানাসহ স্থানীয়রা কম্বল বিতরণ কাজে সহযোগিতা করেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ