বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরের বিভিন্ন বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীদের ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সার্বিক সহকারী পরিচালক মাসুম আলী।
এসময় বাজারের দোকানে ব্যবসায়ীরা মূল্য তালিকা না করে তেল বিক্রয়ের অপরাধে ৩ ব্যাবসায়ীকে ৬ হাজার টাকা এবং ব্যবসায়ীদের করা অভিযোগ প্রমাণিত হলে রুপচাঁদা কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামের নির্দেশে এস.আই আব্দুর রব সঙ্গীয় ফোর্স নিয়ে সহযোগিতা করেন।