কেশরহাটে রহমান গ্রুপের মহাব্যবস্থাপক আব্দুর রহমান আর নেই

আপডেট: জুলাই ১৮, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ


মোহনপুর প্রতিনিধি :


কেশরহাটে আধুনিক ব্যবসার রুপকার রহমান গ্রুপের মহাব্যবস্থাপক হাজি আব্দুর রহমান আর নেই। বুধবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্য জণিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বিসিআইসিসি ডিলার, রহমান মেডিসিন কর্ণার, রহমান হোন্ডা, রহমান ফিলিংস্টেশন, কেশরহাট ফিলিংষ্টেশন, রহমান ফিসফিড, রহমান ইলেকট্রনিকসসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

তিনি মৃত্যুর সময় দুই স্ত্রী, ৪ ছেলে এবং ৫ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে জানাযা নামাজ শেষে কেশরহাট পৌরসভার মালিদহ গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ