রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
কেশরহাট প্রতিনিধি
মোহনপুরের কেশরহাট পৌরসভার উদ্যোগে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও পৌরসভার অর্থায়নে গতকাল শুক্রবার সকালে পৌর কার্যালয়ে ৬শ কম্বল বিতরণ করেন পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক, রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কুদ্দুস, কাউন্সিলর শফিকুল ইসলাম সফি. কাউন্সিলর গিয়াস উদ্দিন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক রোকমতজামান টিটু, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মোমেনা আক্তার, সহকারি কর আদায়কারী মোহলেহুর রহমান ও দেলোয়াওয়ার হোসেন প্রমুখ।