কেশরহাটে ৫৭টি ডিমসহ ৩০ গোখরা উদ্ধার

আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১:২৯ পূর্বাহ্ণ

কেশরহাট প্রতিনিধি


রাজশাহীর কেশরহাট পৌর এলাকার শিহালায় গ্রামের আকবর আলীর বাড়ি থেকে ৫৭টি ডিমসহ ৩০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে আকবর আলীর বাড়ির শোবার ঘরে দুটি গোখরা সাপের বাচ্চা চলাফেরা করছিল। এসময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা প্রথমে বাচ্চা দুটি মেরে ফেলে। পরে আরো বাচ্চা বের হতে থাকলে স্থানীয় সাপুড়ে আবু বাক্কারকে খবর দেয়া হলে তিনি এসে মাটির কোটর হতে ৫৭টি ডিমসহ আরো ২৮ গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেন। সন্ধান চালিয়ে মা সাপের দেখা পাওয়া যায়নি।
সাপুড়ে আবুবাক্কার জানিয়েছেন বেশিরভাগ সাপ বাচ্চা দেয়ার সময় গরম জায়গা বেছে নেয়। এতে বেশি তাপ পেয়ে তাড়াতাড়ি ডিম ফুটে বাচ্চা বের হয়। এ সাপটি ডিমে পূর্ণভাবে তাপ দিয়ে অনত্র চলে গেছে। এখন আস্তে আস্তে ডিম ফেটে বাচ্চা বের হতে থাকবে।